• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

শ্রীমঙ্গলে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪, ১০:৫৭ পিএম
শ্রীমঙ্গলে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার কালাপুর এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন নাজমা বেগম (৪০), ফাহাদ আহমেদ (১২) ও হাসাইন আহমেদ (২২)।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে দিকে একটি অটোরিকশা দিয়ে তারা উপজেলার বরুণা থেকে শ্রীমঙ্গল শহরের যাচ্ছিলেন। পথে কালাপুর এলাকায় একটি লোকাল বাস সামনে থেকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহতদের স্থানীয়রা মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে সেখানে আরও দুজন মারা যায়। বাকি দুজন এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আহমদ ফয়সল জামান বলেন, ঘটনাস্থলে একজন ও সদর হাসপাতালে নিয়ে আসার পর দুজনের মৃত্যু হয়।


Side banner
Link copied!