• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতার বিক্ষোভ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪, ১২:৪০ পিএম
ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতার বিক্ষোভ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং ৯ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা বিক্ষোভ করছেন।


শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে ছাত্র ও জনতা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশস্থলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী ও শ্রমিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নিচ্ছেন। পরে সকাল পৌনে ১১টায় মিছিলটি রুয়েট গেইট থেকে শুরু হয়ে তালাইমারী ও কাজলা ঘুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসার পর সেখানে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

এ সময় পুলিশের ব্যাপক উপস্থিতি থাকলেও মিছিলে বাধা দিতে দেখা যায়নি তাদের। আন্দোলনকারীরা স্লোগান দিয়ে সরকারের পদত্যাগ চান।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. সালেহ হাসান নকীব বলেন, ছাত্র-জনতার মিছিলে মানুষের ঢল নেমেছে। আমার ছাত্রদের ৯ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন আছে। ছাত্র-জনতার জয় অবশম্ভাবী।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!