• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

ভরা মৌসুমে হবিগঞ্জের বাজারে ইলিশ মাছের আকাল। দাম আকাশ ছোঁয়া


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪, ০৭:৪৬ পিএম
ভরা মৌসুমে হবিগঞ্জের বাজারে ইলিশ মাছের আকাল। দাম আকাশ ছোঁয়া

ভরা মৌসুমেও হবিগঞ্জের বাজারে ইলিশ মাছের আকাল। যার কারণে দাম আকাশ ছোঁয়া। বাজারে যে পরিমাণ মাছ উঠছে সেগুলো প্রতি কেজি রেকর্ড দামে বিক্রি হচ্ছে। ১ কেজি ওজনের ইলিশ  ২১০০ টাকা থেকে ৫২২০০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।

১ কেজি ৫০০ গ্রাম থেকে   ২ কেজি ওজনের ইলিশের কেজি ৪ হাজার টাকায় বিক্রি করতে হবে বলে জানায় তার।

গত বছর এ সময় ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হতো ৮০০-৯০০ টাকা কেজি দরে।

যা এবার বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৪০০ টাকা দরে।

৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হতো ১০০০-১১০০ টাকা কেজিতে।

এবার সেই মাছ বিক্রি হচ্ছে ১৫০০-১৬০০ টাকা দরে। আর এক কেজি ওজনের মাছের দাম ছিল সর্বোচ্চ ১৩০০-১৪০০ টাকা পর্যন্ত।

যা এবার রেকর্ড ভেঙে হয়েছে ২১০০-২২০০ টাকা। 
হবিগঞ্জের  কয়েকটি বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই মাছ কেনার আশা নিয়ে বাজারে আসছেন ঠিকই কিন্তু দাম শুনে চলে যাচ্ছেন।

মঙ্গলবার  (১৬ জুলাই) শায়েস্তানগর  ও চৌধুরী বাজার মাছের বাজারের বিক্রেতাদের সাথে জানতে চাইলে এমন কথা বলেন তারা।

ইলিশের দাম আকাশ ছোঁয়া। সরকারি বড় বড় কর্মকর্তা ও তথাকথিত রাজনৈতিক নেতারা ছাড়া এত দামে সাধারণ মানুষের পক্ষে ইলিশ খাওয়া সম্ভব নয়। এমন উক্তি করন জনৈক ব্যক্তি।


নাম প্রকাশে ইচ্ছুকনন মধ্যবৃত্ত একজন ক্রেতা বলেন ১০০০ টাকা এনে ছিলাম  ইলিশ কেনার জন্য একটা ইলিশ মাছের যে দাম তা দিয়ে অন্য মাছ কিনে অনেক দিন খেতে পারবো। ইলিশ মাছ এখন আর মধ্যবৃত্তের সাধ্যের মধ্যে নেই। ভরা মৌসুমেও ছেলে মেয়েদের ইলিশ মাছ খেতে দিতে পারছি না। এমন অসহায়ত্বের কথা জানিয়েছেন তিনি।

তবে ইলিশের দাম বৃদ্ধি প্রসঙ্গে কেউ কেউ বলছেন, বর্তমানে সাগরে ইলিশ ধরা বন্ধ। একইভাবে সুন্দরবনের নদ-নদীতেও মাছ শিকার বন্ধ রয়েছে। আগে নদীতে অনেক ইলিশ পাওয়া যেত। এসব ইলিশ স্থানীয় বাজারে প্রান্তিক জেলেরা সরাসরি বিক্রি করতেন। ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ছিল না। এখন জেলেরা যে ইলিশ পান তা বিক্রি করতে হয় পাইকারি বাজারে। এই বাজারে মধ্যস্বত্বভোগীদের হাত বদল হলেই দাম বেড়ে যায়।
 


Side banner
Link copied!