• ঢাকা
  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

হবিগঞ্জ পলিটেকনিক কলেজের শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনে সড়ক অবরোধ


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ০৬:১৮ পিএম
হবিগঞ্জ পলিটেকনিক কলেজের শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনে সড়ক অবরোধ

হবিগঞ্জে সড়ক অবরেধ করে চলছে কোটাবিরোধী আন্দোলন। কোটাবিরোধী আন্দোলনকে সংহতি জানিয়ে   হবিগঞ্জ পলিটেকনিক কলেজের ছাত্র-ছাত্রীরা এ আন্দোলন করে। 
আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল দশটায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক মহাসড়ক  অবরোধ করে ছাত্রছাত্রীরা।  

এ সময় আন্দোলনে অংশ নেয় কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা। তখন তারা কোটাবিরোধী বক্তব্য দেন।

শিক্ষার্থীরা বলেন, সরকার যদি তাদের এই যৌক্তিক দাবি  না মেনে নেয় তারা কঠোর আন্দোলন ও অবরোধ কর্মসূচী পালনের হুঁশিয়ারি দেয় ।
আন্দোলন চলাকালে রাস্তার  শতাধিক মালবাহী ও যাত্রীবাহী গাড়ি আটকা পরে। এতে চলাচলকারী  সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হয় সকালে। 
হবিগঞ্জ পলিটেকনিক কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীদের নেতৃত্ব এ  আন্দোলন কর্মসূচী পালন করা হয়।
 


Side banner
Link copied!