নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে তারা মারা যান।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী তার দুই কন্যাসহ রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
আপনার মতামত লিখুন :