• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

১৩ বছর পর দখলীয় খাল উদ্ধার করলেন শরীয়তপুর সদর এসিল্যান্ড


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ০১:০৩ পিএম
১৩ বছর পর দখলীয় খাল উদ্ধার করলেন শরীয়তপুর সদর এসিল্যান্ড

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে ১৩ বছর পর দখলীয় খাল উদ্ধার করলেন  শরীয়তপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাফিস এলাহী।রুদ্রকর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘোড়াঘাট গ্রামের পানিবন্দি ভুক্তভোগী ওই এলাকার জনসাধারণের দরখাস্তের ভিত্তিতে  খাল উদ্ধার করেন সদর এসিল্যান্ড।জেলা প্রশাসক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশক্রমে গত ৮জুলাই (সোমবার) সকাল ৯ টা থেকে রাত নটা পর্যন্ত সরজমিনে থেকে ভেকুর মাধ্যমে সদর এসিল্যান্ড এবং তার সহযোগীদের নিয়ে দখলীয় খাল উদ্ধার করেন  এবং পানি চলাচলের  শাখা খাল তৈরি করেন। সরজমিন ঘুরে জানা গেছে মোহাম্মদ আবুল কাশেম আকন(৬০) এবং মসজিদের জন্য মসজিদ কমিটি ১৩ বছর পূর্বে পানি চলাচলের সচল খাল মাটি দিয়ে ভরাট করে টিনের বেড়া দিয়ে তাদের দখলে নিয়ে নেয়।সচল খালটি বদ্ধ হওয়ার কারণে ইরি জমিতে পানি জমে যাওয়ার কারণে কৃষি ফসল নষ্ট হয়। অত্র এলাকার জনসাধারণ কৃষকরা অত্যন্ত ক্ষতির মুখে পতিত হয়।ওই এলাকার জনসাধারণ গণমাধ্যমকে বলেন, দেরিতে হলেও ১৩ বছর পর এসিল্যান্ড  স্যার ভরাট করা খালের জমি উদ্ধার করে  পানি চলাচলের জন্য শাখা খাল তৈরি করে দিয়েছেন এতে আমরা অত্যন্ত খুশি। স্যারের জন্য আমরা মন ভরে দোয়া করব।সদর সহকারী কমিশনার (ভূমি), মোহাম্মদ নাফিস এলাহী গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগী জনসাধারণের আবেদনের ভিত্তিতে আমার ঊর্ধ্বতন স্যারের নির্দেশক্রমে ১৩ বছরের দখলে থাকা খালের জমি উদ্ধার করি ওই অত্র এলাকার জনসাধারণ এবং কৃষকের জন্য পানি চলাচলের জন্য শাখাখাল তৈরি করি।খালটি সচল হওয়ায় সাধারণ জনক অত্যন্ত খুশি। 


Side banner
Link copied!