• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

গ্রাম হবে শহর! সংশ্লিষ্টদের উদাসীনতায় ব্যাস্তে যাচ্ছে সরকারের বাস্তবায়িত পরিকল্পনা


FavIcon
আব্দুল মান্নান খান (চাঁদপুর জেলা প্রতিনিধি):
প্রকাশিত: জুলাই ১১, ২০২৪, ১০:০০ পিএম
গ্রাম হবে শহর! সংশ্লিষ্টদের উদাসীনতায় ব্যাস্তে যাচ্ছে সরকারের বাস্তবায়িত পরিকল্পনা

দিনের আলো শেষ হলে আসে রাতের অন্ধকার আর সেই অন্ধকারে গ্রামের জনসাধারণ আলোর মাঝে চলাচলের জন্য থাকবে শহরের আলো। সেই লক্ষে সরকার পরিকল্পনার বাস্তবায়ন করেছে সোলার ষ্ট্রিট লাইটের মাধ্যমে। তা ব্যাস্তে যেতে বসেছে সংশ্লিষ্টদের উদাসীনতা বা তদারকির অভাবে। 
সরেজমিনে চাঁদপুরের বেশ কয়েকটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় কোথাও লাইটগুলো নষ্ট হয়ে রয়েছে জ্বলছে না, কোথাও খুটি থেকে লাইট খুলে নিয়ে গেছে বা পরে গেছে আর বেশিরভাগ গাছের ছায়ায় আবৃত রয়েছে।  তাতে দিনে রোদের আলো পাচ্ছেনা সোলার ষ্ট্রিটগুলো। যার কারণে রাতের অন্ধকারে জনসাধারণ পাচ্ছেনা কাঙ্খিত সেই অন্ধকার দূর করা আলো। এতে ব্যাস্তে যাচ্ছে সরকারের পরিকল্পনা গ্রাম হবে শহর।  
এ বিষয়ে জানতে বাস্তবায়নকারী এনার্জিঅন বাংলাদেশের দেযা মোবাইল (০১৭১৩৫৩৫১১৬) নাম্বারে ফোন দিলে বলেন, পৌরসভা এবং এলজিডি এগুলো দেখভালের দায়িত্বে রয়েছে।
 


Side banner
Link copied!