• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

ভূমি অফিসের কানুনগোর অবৈধ সম্পদ, দুদকের মামলা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ৮, ২০২৪, ০৯:০২ পিএম
ভূমি অফিসের কানুনগোর অবৈধ সম্পদ, দুদকের মামলা

কুমিল্লার এক লাখপতি কানুনগো ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদক কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল এ মামলা দায়ের করেন। দুদকের জেলা কার্যালয়ের উপ-পরিচালক ফজলুল হক এর সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্তরা হলো- সিলেটের দক্ষিণ সুরমা ভূমি অফিসের সাবেক কানুনগো (বর্তমানে অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম (৬৪) ও তার স্ত্রী হাছিনা আলম (৫৭)। জাহাঙ্গীর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উনাইসার গ্রামের মুজিবুর রহমানের ছেলে। দুদক কর্মকর্তা ফজলুল হক বলেন, দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদবিবরণীতে জাহাঙ্গীর আলম ৯১ লাখ ৫১ হাজার ২৫৩ টাকার সম্পদের মিথ্যা তথ্য দেন। পরে দুদকের তদন্তে উঠে আসে তার সম্পদের গড়মিলের কথা। তিনি ৪৪ লাখ তিন হাজার ৪৫৩ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। এসব সম্পত্তি তার স্ত্রীর নামেও রয়েছে। কিন্তু তার স্ত্রী একজন গৃহিণী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
 


Side banner
Link copied!