• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

চাঁদা না দেওয়ায় হাতির শুড়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু !


FavIcon
মো: আল হেলাল
প্রকাশিত: জুলাই ২, ২০২৪, ১০:৫১ পিএম
চাঁদা না দেওয়ায় হাতির শুড়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু !

কিশোরগঞ্জের সদর উপজেলায় চাঁদা না দেওয়ায় হাতির শুঁড়ের আঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) আনুমানিক বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় হাতির মাহুতকে (রক্ষক) আটক করেছে পুলিশ। 
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তাফা জানান, এ ঘটনায় হাতি ও হাতির মাহুতকে আটক করা হয়েছে। তবে কোনো অভিযোগ এখনও পাওয়া যায়নি। 

নিহত মাসুদুর রহমান (৪৫) ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল এলাকার বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ শহরের নগুয়ার বাসস্ট্যান্ড এলাকায় আর ফার্মা নামে ফার্মেসি চালাতেন। আটক হাতির মাহুত রিয়াজুল মোল্লা (২৫) গোপালগঞ্জের সদর উপজেলার মৃত আসমত মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার (১ জুলাই) সন্ধ্যায় নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় হাতি দিয়ে চাঁদাবাজি করছিলেন রিয়াজুল মোল্লা। এ সময় মাসুদুর রহমানের ফার্মেসিতে চাঁদা চায় হাতি। মাসুদুর রহমান চাঁদা দিতে রাজি না হয়ে হাতিকে আঘাত করে। এতে হাতি শুঁড় দিয়ে তাকে পেঁচিয়ে আছাড় মারে। এতে মাসুদ গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় মৃতের এলাকায় শোকের মতন বইছে।
 


Side banner
Link copied!