• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনার ঘটনায় মাথায় কাফনের কাপড় বেঁধে প্রতিবাদ


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: জুলাই ২, ২০২৪, ১০:৪৭ পিএম
ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনার ঘটনায় মাথায় কাফনের কাপড় বেঁধে প্রতিবাদ

হবিগঞ্জ ৪ আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার পরিকল্পনা ও হুমকির প্রতিবাদে চুনারুঘাটে  মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার  (২ জুলাই) বিকেল সাড়ে  ৪টায় চুনারুঘাট পৌরসভার গোল চত্বরের মধ্য বাজার বিভিন্ন  ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে  সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদির সরকার এর সভাপতিত্বে ব্যারিস্টার ফুটবল একাডেমির চেয়ারম্যান সোহাগ রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার,   জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমপির শ্যালক  ফয়জুর রহমান রবিন, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, ব্যবসায়ী কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান মাসুদ,  সাধারন সম্পাদক এডভোকেট নাজমুল হোসেন বকুল,  পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মাজেদুল হোসেন লুবন, ইউনিয়ন চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজি, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: জামাল হোসেন লিটন সহ   যুবলীগ, ছাত্রলীগ  সহ অনেকেই। মানববন্ধন বক্তারা বলেন, এমপি ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতাকে দ্রুত খোঁজে বের করে আইনে আওতায় আনতে হবে এবং  যদি হুমকিদাতাকে খোঁজে বের করতে বিলম্ব করা হয় তাহলে আমাদের আন্দোলন আরও বৃহত্তর আন্দোলনে যাবে।
 


Side banner
Link copied!