• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

বজ্রপাত নিরোধক তালগাছের চারা রোপন করেছে খোয়াই রিভার ওয়াটারকিপার


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: জুন ২৯, ২০২৪, ০৭:৩৫ পিএম
বজ্রপাত নিরোধক তালগাছের চারা রোপন করেছে খোয়াই রিভার ওয়াটারকিপার

বজ্রপাত নিরোধক, ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষায় খোয়াই নদী তীরে তাল গাছের চারা রোপণ করা হয়েছে। এ সময় নদী পাড়ের শিশু - কিশোর এবং আগ্রহীজনকে বিভিন্ন প্রজাতির ঔষধি, ফল ও ফুল গাছের চারা প্রদান করা হয়।
গাছ মামা মো: রায়হান এর সহযোগিতায় শনিবার  বিকেলে খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল বজ্রপাত নিরোধক ও পরিবেশ রক্ষার উক্ত তালের চারা রোপন করেন। 
গাছ মামা মো: রায়হান  বলেন , বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে বেশি করে তালগাছ লাগানো প্রয়োজন।
খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল বলেন, বজ্রপাতে মানুষের মৃত্যুর হার বেড়ে চলেছে। এ থেকে বাঁচতে উচুঁ গাছ তথা তালের চারা রোপন করতে হবে। আমাদের নিজেদের জন্য এবং পরিবেশ রক্ষায় সকলকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
 


Side banner
Link copied!