কালীগঞ্জ-টঙ্গী সড়কে একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বৃহস্পতিবার(৬ জুন) বেলা সাড়ে ১০ টার দিকে নলছাটা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব থেকে টঙ্গী আসার পথে চলনবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস টঙ্গী-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের কালিগঞ্জের নলছাটা এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে অটোরিকশাচালকসহ দুজন ঘটনাস্থলে নিহত হন এবং কয়েকজন আহত হন। পথচারীরা হতাহতদের কালিগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মারুফ হাসান জানান, ঘটনাস্থলে দুজন মারা গেছে বলে নিশ্চিত হয়েছি।হতাহতদের কারো নাম জানা যায়নি।
আপনার মতামত লিখুন :