• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

ফুলবাড়ীতে সন্তুষ্ট এনএসভি-টিউবেকটমি গ্রহীতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা


FavIcon
অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) :
প্রকাশিত: মে ২০, ২০২৪, ০৫:২০ পিএম
ফুলবাড়ীতে সন্তুষ্ট এনএসভি-টিউবেকটমি গ্রহীতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা

দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার (২০ মে) পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে সন্তুষ্ট এনএসভি-টিউবেকটমি গ্রহীতা বিষয়ক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
.
পরিবার পরিকল্পনার ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি এর উদ্যোগে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের খাজাপুরস্থ মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চত্বরে অবহিতকরণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নবিউল ইসলাম।

এতে খাজাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর পরিবার পরিকল্পনা পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল বান্না, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পরিবার পরিকল্পনা উপপরিচালক সাইফুল ইসলাম, সহকারী পরিচালক (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন) রেজাউল হক, সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) ওবায়দুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা নুর জাহান খানম।

কর্মশালায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সন্তুষ্ট এনএসভি-টিউবেকটমি গ্রহীতারা উপস্থিত ছিলেন। 


Side banner
Link copied!