• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

শাহজাদপুর উপজেলা পরিষদের পুকুর থেকে লাশ উদ্ধার


FavIcon
মাসুদ মোশাররফ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) :
প্রকাশিত: মে ১৪, ২০২৪, ০৮:১১ পিএম
শাহজাদপুর উপজেলা পরিষদের পুকুর থেকে লাশ উদ্ধার

মঙ্গলবার (১৪ মে) দুপুরে সিরাজগন্জ শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে এক আদিবাসী বাগদীর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশটি পৌর এলাকার বাগদিপাড়ার আদিবাসী বাগদী দুলাল রায় এর ছেলে জীবন রায়ের (৩৫) বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, এদিন দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে শিশু কিশোরেরা গোসল করতে নামলে লাশটি তাদের পায়ে বাঁধে।  এ সময়  শিশুকিশোরদের চিৎকার চেচামেচিতে এলাকার মানুষজন লাশটি উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের স্বজনেরা জানান, জীবন গোসল করতে পুকুরে গিয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় আদিবাসী বাগদী পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!