
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যরিস্টার মোহাম্মদ হানিফ বিন কাসেম। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ২৭ হাজার ২৪৯ ভোট পেয়ে বিজয় হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আছহাব উদ্দীন কুতুবী আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৪৩৮ ভোট।
এ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।
তিনি ৩ হাজার ৯৬৫ ভোট পেয়েছেন।গতকাল বুধবার সকার ৮টা থেকে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে নির্ধারিত সময়ে শেষ হয়। ভোট চলাকালীন কোথাও সহিংসতার ঘটনা ঘটেনি। উপজেলার ৩৭ টি ভোট কেন্দ্রে ৯৭ হাজার ১৭০ জন ভোটার রয়েছেন।
ভোট দিয়েছেন ৩৬ হাজার ৭৬২ জন ভোটার। এ উপজেলায় প্রদত্ত ভোটের শতকরা হার ৩৭ দশমিক ৮৩।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রচারিত ফলাফলে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যরিস্টার মোহাম্মদ হানিফ বিন কাসেম। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আকবর খান।
আপনার মতামত লিখুন :