• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

নকলায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ৮, ২০২৪, ০১:১১ এএম
নকলায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

শেরপুরের নকলায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৭ মে) রাত ৯টার দিকে উপজেলার গড়েরগাঁও-পাইস্কা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিনাইগাতী উপজেলার রাজা মিয়া (৫৫), নালিতাবাড়ীর গড়েরগাঁও এলাকার সৈয়দ রহমানের স্ত্রী জবেদা বেগম (৭৫) ও আবেদা খাতুন (৫০)। আহতদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গড়েরগাঁও থেকে পাইস্কাগামী ইজিবাইককে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আর ময়মনসিংহ নেওয়ার পথে আবেদা খাতুন নামের আরেকজনের মৃত্যু হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!