• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

মোরেলগঞ্জে মাদকসেবী ২ যুবকের কারাদন্ড ও জরিমানা


FavIcon
মোঃ রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশিত: মার্চ ২০, ২০২৪, ১২:৪৯ পিএম
মোরেলগঞ্জে মাদকসেবী ২ যুবকের কারাদন্ড ও জরিমানা

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকদ্রব্য অধিদপ্তরের সহযোগিতায় মোরেলগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ১৯ মার্চ মঙ্গলবার  সকালে জেলা মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ অধিদপ্তর  পরিদর্শক মিলন ব্যানার্জির নেতৃত্বেএকটি দল  অভিযান চালিয়ে পূর্ব সরালিয়া নিবাসী মজলু পাহলনের পুত্র আজাদ পাহলানকে পৌরসভার নব্বইরশি বাস স্ট্রান্ড, থেকে ৩ পিস ইয়াবা  এবং দক্ষিণ ভাইজোড়া নিবাসী মহারাজ শেখের পূত্র জিহাদ শেখ (২৪) এর কাছ থেকে  ৪ পিস ইয়াবা উদ্ধার করেন। 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  এস এম তারেক সুলতান মোবাইল কোর্টের মাধ্যমে  কমাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত) এর ৩৬(৫) ধারায় উভয় আসামিকে ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করে থানা পুলিশকে সোপর্দ করেন।
 


Side banner
Link copied!