খাগড়াছড়ির দীঘিনালায় ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মার্চ) ভোরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউপির রশিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধর্ষণের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ৩ জনকে আটক করেছে পুলিশ।আটককৃতরা রসিকনগর এলাকার মো. কালামের ছেলে মো. ইয়াসিন (১৯), মো. জালাল মিয়ার ছেলে মো. সোহাগ (২০) ও মো. রউফের ছেলে মো. শুক্কর (২৫)।
নিহত সালমা আক্তার (১৫) দীঘিনালা উপজেলার রসিকনগর এলাকার আব্দুস সোবহানের মেয়ে।
কিশোরীর বাবা আব্দুস সোবহান বলেন, আমার মেয়ে গ্রামের ৫০০ মিটার দূরে অনুষ্ঠিত মাহফিল শুনতে সোমবার সন্ধ্যা ৭টায় বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে আর বাড়ি ফিরেনি। পরে মাহফিলের মাইকে ঘোষণা শুনে গ্রামের খেলার মাঠে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেছি।
তিনি আরও বলেন, পারিবারিক শত্রুতা থেকে এ ঘটনা ঘটেছে। আটককৃত পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের মামলাও চলছে। তারাই এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক।
তিনি বলেন, এ বিষয়ে মামলার রুজু চলমান রয়েছে। ঘটনাটি মধ্যরাতে ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর স্থানীয় তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে। আমরা ঘটনার মূল রহস্য বের করার চেষ্টা করছি। প্রাথমিকভাবে সন্দেহ করছি যে, কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
আপনার মতামত লিখুন :