সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম সংস্থা জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশব্যাপী ১৮ দিনের কর্মসূচির আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় মোরেলগঞ্জ পুরাতন থানা রোডস্থ অস্থায়ী কার্যালয়ে মোরেলগঞ্জ শাখার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রবীন সাংবাদিক ( দৈনিক ভোরের ডাক) প্রতিনিধি ও মোরেলগঞ্জ শাখা কমিটির সভাপতি এম এ জলিল। এরপর আলোচনাসভা ও শুভেচ্ছা বিনিময় এবং জাতীয় সাংবাদিক সংস্থার মোরেলগঞ্জ শাখা কমিটির সদস্যদের মাঝে সংস্থার আইডি কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এম এ জলিল বলেন, পাকিস্তানি শাসক গোষ্ঠীর কবল থেকে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমাদের প্রিয় বাংলাদেশের অভ্যুদয়ের ১১ বছর পর ১৯৮২ সালে ঢাকার কমলাপুরে সাপ্তাহিক নবজাগরণ অফিস থেকে একটি স্বাধীন দেশের সর্বস্তরের সাংবাদিক সমাজের একক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয় জাতীয় সাংবাদিক সংস্থা।একে একে সংগঠনটি গৌরবের সাথে ৪২ বছর অতিক্রম করে ফেলেছে। এর আগে পত্রিকা কেন্দ্রে কর্মরত সাংবাদিক এবং জেলা ও থানা সদরে কর্মরত সাংবাদিকদের কোন একক সংগঠনের অস্তিত্ব ছিলোনা। তাই গতো ৪২ বছরে জাতীয় সাংবাদিক সংস্থা একটি অনন্য বৈশিষ্ট মন্ডিত সংগঠন হিসেবে সর্ব মহলে স্বীকৃতি পেয়েছে। এখন সংস্থাটি ৪২ পার হয়ে ৪৩ বসন্তে যাত্রা শুরু করেছে।সংস্থার এ দীর্ঘ পথচলায় ঐতিহ্য, গৌরব সম্মানের সহিত পথ চলে আসছে।আমি আশাবাদী আগামী দিনগুলোতেও সে ধারা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :