• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধার গম চাষে নজর কেড়েছে তরুণ উদ্যোক্তাদের


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০৯:০৯ পিএম
ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধার গম চাষে নজর কেড়েছে তরুণ উদ্যোক্তাদের

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের চাচৈর ব্লকের শস্য বিন্যাস ভিত্তিক মাঠ ফসল প্রদর্শনীর বারি গম ৩৩ চাষ করে কৃষকদের  নজর কেড়েছে বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন। 

সরে জমিনে গিয়ে দেখা যায় ৯০ শতাংশ জমিতে সবুজের সমারোহে ফলে ভরা গাছ। বাতাসে দুলছে যেন কৃষক ও তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন। 

এ বিষয় বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন জানান, ঝালকাঠি সদর উপজেলার কৃষি অফিসার আলী আহম্মদের  পরামর্শে বারি গম ৩৩ চাষ করি। এতে অল্প খরচে  লাভ বেশি তাছাড়াও দেশের পুষ্টি চাহিদা পূর্ণ করে। এবার ৯০ শতাংশ জমিতে গম চাষ করেছি ফলন ভালো দেখা যাচ্ছে তাই আগামীতে আর জমিতে গম চাষ করব। 

ঝালকাঠি  সদর উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ জানান, শস্যবিন্যাস ভিত্তিক মাঠ ফসল প্রদর্শনীর বারি গম ৩৩ চাচৈর ব্লকের বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন পরামর্শ অনুযায়ী চাষ করেন। গমের ফলন ভালো হওয়ায় তরুণ উদ্যোক্তারাও গম চাষ আগ্রহী হয়েছে।


Side banner
Link copied!