বগুড়ার ধুনট পৌর এলাকায় এক কিশোরী মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) রাতে ভুক্তভোগী মেয়েটির বাবা বাদী হয়ে ধুনট থানায় মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি ধুনট পৌর এলাকার চরধুনট গ্রামের হিন্দু সম্প্রদায়ের জনৈক এক ব্যক্তির মেয়ে (১৪) ইছামতি নদীতে গোসল করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ভুট্টাক্ষেতের পাশে মেয়েটিকে একা পেয়ে শ্লীলতাহানি করে নিতাই চন্দ্র নামে এক ব্যক্তি।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে রেকর্ডভুক্ত করা হয়েছে। এই মামলার অভিযুক্ত আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :