
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে পৌরসভার পাট বাজারে আয়োজিত আলোচনা সভায় ওই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা আমাকে এমপি বানিয়েছেন। আমি ঈশ্বরগঞ্জকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে আপনাদের সকলের সহযোগিতা চাই। বুধবার দুপুরে উপজেলার মধুপুর এলাকায় থেকে হাজার হাজার গাড়ির বিশাল বহরযোগে স্বাগত জানান নেতাকর্মী ও স্থানীয় জনগণ। ওই সময় রাস্তার মোড়ে মোড়ে জনতার শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, বজলুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুইয়া সুমন, ঈশ^রগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আবু হানিফা হানিফ, সরিষা ইউপি চেয়ারম্যান একরাম হোসেন ভুইয়া, মগটুলা ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন আকন্দ প্রমুখ।
আপনার মতামত লিখুন :