• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

গারো পাহাড়ি এলাকা থেকে ১২ ফুট অজগর সাপ উদ্ধার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩, ০৮:০৫ পিএম
গারো পাহাড়ি এলাকা থেকে ১২ ফুট অজগর সাপ উদ্ধার
ছবি - সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ি এলাকায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ (৮ অক্টোবর) সকালে সাপটি বন বিভাগ থেকে বালিঝুড়ি রেঞ্জের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।
এর আগে গত ৭ অক্টোবর বিকেলে বালিঝুড়ি রেঞ্জ এলাকার হালুয়াহাটি গ্রামের একটি পাহাড়ি ছড়া থেকে সাপটি উদ্ধার করা হয়।বালিঝুড়ি রেঞ্জের রেঞ্জার রবিউল ইসলাম জানান, সম্প্রতি বালিঝুড়ি রেঞ্জ এলাকার গারো পাহাড়ে গভীর বনায়ন হওয়ায় জীববৈচিত্র্য ফিরে আসতে শুরু করেছে।
তাই ওই বনের জীবজন্তু প্রায়ই খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে। গত ৭ অক্টোবর বিকেলে বালিঝুড়ি রেঞ্জ এলাকার হালুয়াহাটি গ্রামের একটি পাহাড়ি ছড়াতে সাপটি দেখতে পেয়ে গ্রামবাসী বন বিভাগকে খবর দেয়। পরে সেখান থেকে সাপটি উদ্ধার করে রোববার সকালে রেঞ্জের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!