• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

মতলব দক্ষিণে উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সের পূর্ন নির্মান ও সংস্কার কাজের উদ্ভোধন


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৬:৫২ পিএম
মতলব দক্ষিণে উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সের পূর্ন নির্মান ও সংস্কার কাজের উদ্ভোধন
ছবি: সংগৃহীত

মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ণ নির্মান, সংস্কার ও মেরামত এর উদ্ভোধন করা হয়। উদ্ভোধন উপলক্ষে স্ব্যাস্থ্য বিভাগের ডাক্তার, নার্স, স্ব্যাস্থ সহকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । 

 

উক্ত সভায় প্রাধন অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর ২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল , এ সময় তিনি বলেন শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের একটি মানুষও বিনা চিকিৎসায় মৃত্যু বরন করবেনা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের জনগন নিরাপদে বসবাস করতে পাড়ে। তাই আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সকলের প্রতি আহবান জানান । 

 

১৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় স্ব্যাস্হ কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ মহিবুল্লা সৌরভের সভাপতিত্বে ও ডাঃ রতন চন্দ্র দাসের পরিচালনায় । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন বালা, ওসি তদন্ত মোঃ সালেহ আহম্মেদ, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি দেওয়ান রেজাউল করিম, বিআরডিপির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, স্ব্যাস্থ সহকারী নমিত রানী সরকার, নাসিমা মমতাজ, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল প্রমূখ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাঃ নুরে আলম মজুমদার । 

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, বাদল নন্দী, উত্তম ঘোষ, এমরান চৌধুরী, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর হোসেন রিপন মীর, আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন, হোসেন সরকার, জমির পাটোয়ারী, মতলব ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জহিরুল ইসলাম আলেক , উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক একেএম আজাদসহ হাসপাতালে ডাক্তার স্ব্যাস্থ কর্মী ও দলীয় নেতা কর্মীরা ।


Side banner
Link copied!