• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩, ০৮:০২ পিএম
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
ছবি - সংগৃহীত

ফরিদপুরে আবদুল কুদ্দুস নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কুন্ডুরামদিয়া গ্রামের এমদাদুল শেখ (৪৪), মিরাজ শেখ (৩২), এরশাদ শিকদার (৩৪) ও জব্বার শিকদার (৪৯)।
এ ছাড়া এই ঘটনায় জড়িত থাকায় মো.ইলিয়াস শেখ (৩৭) নামের আরেক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ (১৬ জুলাই) বেলা আড়াইটার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন। আদালতের (পিপি) নওয়াব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।এ সময় দণ্ডপ্রাপ্ত পাঁচ ব্যক্তি আদালতে উপস্থিত ছিলেন। 


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!