• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

নওগাঁয় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: জুন ২১, ২০২৩, ০১:৪৪ পিএম
নওগাঁয় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

বাড়ির উঠানে খেলতে গিয়ে বজ্রপাতে সামিউল ইসলাম (১০) এবং রিফাত হোসেন (৫) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জুন) দুপুরে নওগাঁর রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।মৃতরা রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামের লাভলু ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল থেকে থেমে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে ভিজে বাড়ির উঠানে সামিউল এবং রিফাত খেলছিল। এ সময় বজ্রপাত হলে দুই ভাই অচেতন হয়ে পড়ে। পরিবারের লোকজন তাদের রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রানীনগর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বজ্রপাতে এক সঙ্গে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


Side banner
Link copied!