
জামালপুরের বকশীগঞ্জে সংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মির্জাগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সরকারি রই মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বরগুনা - বরিশাল মহাসড়কে এ কর্মসূচী পালন করেন মির্জাগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দরা।এ কর্মসূচীর মাধ্যমে সাংবাদিক নাদিমকে হত্যাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান উপস্থিত সাংবাদিকরা। সাথে সাথে সাংবাদিকদের জীবন মান রক্ষায় আইন প্রনয়নের জন্য প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।সাংবাদিক মুবিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ফারুক খান,সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হোসেন, সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান বাঁধন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি উত্তম গোলদার, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাব দাস অপু, সাংগঠনিক সম্পাদক আবদুল ওয়াদুদ,সহ স্থানীয় ইলেক্ট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীগন।
আলোকিত নিউজ লিঃ (Incorporation no: 152855/2019) | কপিরাইট © ২০২২ আলোকিত নিউজ লিমিটেড এর সকল স্বত্ব সংরক্ষিত।
Design & Developed by Bongosoft Ltd.
আপনার মতামত লিখুন :