• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

শেরপুরে অস্ত্র চোরাচালান চক্রের সদস্য গ্রেপ্তার


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৩, ০৯:৩৯ পিএম
শেরপুরে অস্ত্র চোরাচালান চক্রের সদস্য গ্রেপ্তার
ছবি - সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ছয়টি এয়ারগানসহ আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কামরুজ্জামান রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় নালিতাবাড়ীর সমশ্চুড়া গ্রামের সীমান্ত সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ঝিনাইগাতী উপজেলার গিলাগাছা গ্রামের ওয়াহাব মিয়ার ছেলে মাসুম বিল্লাহ বুলবুল (৩০)।

পুলিশ সুপার কামরুজ্জামান রাসেল জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে নালিতাবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে সীমান্ত সড়কের লাল টেঙর পাহাড়ের সামনে থেকে একটি অটোরিকশা থেকে ছয়টি এয়ারগানসহ বুলবুলকে গ্রেপ্তার করে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর একজন এবং অটোরিকশাচালক পালিয়ে যায়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বুলবুল আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। বুলবুল এবং তার সহযোগীদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা প্রক্রিয়াধীন।


Side banner
Link copied!