
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে শিশুসহ ১৬ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ ডিসেম্বর) উপজেলার চৌমুহনা এলাকায় চট্টগ্রাম থেকে আসা এনা পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটক রোহিঙ্গাদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা কক্সবাজার থেকে এসেছেন বলে জানায় পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর সর্দার জানান, ক্যশৈনু নামে মৌলভীবাজারের এক পুলিশ পরিদর্শক ছুটি শেষে চট্টগ্রাম থেকে এনা পরিবহনে মৌলভীবাজার যাচ্ছিলেন। এ সময় বাসে কয়েকজন যাত্রীকে রোহিঙ্গা সন্দেহ হলে বিষয়টি তিনি পুলিশ কন্ট্রোল রুমকে জানান।
এরপর রোববার (১৮ ডিসেম্বর) সকালে বাসটি শ্রীমঙ্গল চৌমুহনায় পৌঁছলে পুলিশ তল্লাশি চালিয়ে তাদের আটক করে। পুলিশ তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে যে আটক ব্যক্তিরা রোহিঙ্গা। তারা কক্সবাজার থেকে এসেছেন।
আটক রোহিঙ্গাদের থানাহেফাজতে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি জাহাঙ্গীর সর্দার।
আপনার মতামত লিখুন :