• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

নারীসহ ধরা খেলেন ইউপি চেয়ারম্যান


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২, ০২:৫৭ পিএম
নারীসহ ধরা খেলেন ইউপি চেয়ারম্যান
ছবি - সংগৃহীত

বগুড়া শহরের মাটিডালী এলাকায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আবাসিক হোটেল থেকে ইউপি চেয়ারম্যানসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে সদর থানার এসআই রুম্মান হাসান এ তথ্য নিশ্চিত করেছন। এর আগে মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে ওই এলাকায় গোধুলী আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ফারুক হোসেন গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের চেয়ারম্যান।

এ বিষয়ে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুম্মান হাসান জানান, মঙ্গলবার রাতে গোপন খবরের ভিত্তিতে শহরের মাটিডালী এলাকার গোধুলী আবাসিক হোটেলে পুলিশ পরিদর্শক (অপস) মুন্নাফ হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করা হয়।
আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!