• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ ৫১ শতাংশ অগ্রগতি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২২, ০৪:৩৪ পিএম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ ৫১ শতাংশ অগ্রগতি
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুটি ইউনিটের কাজের গড় অগ্রগতি ৫১.৫০ শতাংশ হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক শওকত আকবর এ তথ্য নিশ্চিত করেছেন। তবে মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পিডি ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। এর আগে নির্মাণ কার্যক্রমের অগ্রগতি দুই দিনব্যাপী সরেজমিনে পরিদর্শন করেছে একাদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি মো. আব্দুস শহীদসহ ১০ সদস্যের দল।

জানা গেছে, নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের সার্বিক কাজের অগ্রগতি ৭০ শতাংশ আর দ্বিতীয় ইউনিটে অগ্রগতি হয়েছে ৪৫ শতাংশ। এ প্রকল্পে এখন পর্যন্ত খরচ হয়েছে ৫৫ হাজার ৭১৮ কোটি ৩০ লাখ টাকা।

এ বিষয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক শওকত আকবর বলেন, এই প্রকল্প বরাদ্দের প্রায় ৫০ শতাংশ অর্থ ইতোমধ্যে ব্যয় হয়েছে। তবে নির্মাণকাজের ৫১ শতাংশ, বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লির অবকাঠামোর ৮০ শতাংশ ও ভৌত অবকাঠামোর ৭০ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে।


Side banner
Link copied!