
ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দিনমজুর তিন ভাই নিহত হয়েছেন। তারা পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের নাজির রোডের আনোয়ার উল্লাহ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন তিন ভাই আবদুর রহমান মুন্সি, নুরুল ইসলাম মুন্সী ও মনিরুজ্জামান মুন্সি। বাগেরহাট জেলায় তাদের বাড়ি।
ফেনী ফায়ার সার্ভিসের কর্মকর্তা পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, নির্মাণাধীন ভবনটিতে সেপটিক ট্যাংকের গ্যাস অপসারিত হওয়ার কোনো ব্যবস্থা ছিল না, ফলে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে আরও কোনো ব্যক্তি হতাহত হয়েছে কি না, বলা যাচ্ছে না। এখনো উদ্ধার তৎপরতা চলছে।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ নিজামউদ্দিন সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :