
পিস্তল হাতে দাঁড়িয়ে থাকা ছাত্রলীগ নেতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন নেতার হাত ধরে উঠে এসেছেন এ ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকী রাতুল।
রাতুল সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক।
আবু বক্কার সিদ্দিকী রাতুল পাবনার সুজানগর উপজেলার মানিহাট ইউনিয়নের গাবগাছী গ্রামের মো. মোস্তফা কামাল বাবুর ছেলে। মোস্তফা কামাল বাবু নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক।
নাম প্রকাশ না করার শর্তে এক আওয়ামী লীগ নেতা বলেন, বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে থাকা সুবিধাভোগী আবু বক্কার সিদ্দিকী রাতুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। রাতুল দীর্ঘদিন ধরে পিস্তল দিয়ে ভয়ভীতি দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। আমরা অবিলম্বে এই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, বিষয়টি তারা জেনেছেন। তদন্ত করে অস্ত্রধারীকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
আলোকিত নিউজ লিঃ (Incorporation no: 152855/2019) | কপিরাইট © ২০২২ আলোকিত নিউজ লিমিটেড এর সকল স্বত্ব সংরক্ষিত।
Design & Developed by Bongosoft Ltd.
আপনার মতামত লিখুন :