ভোলার রাজাপুরে জমির বিরোধ ও ইউপি নির্বাচনের জেরে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) সকালে ৯ নম্বর ওয়ার্ড শ্যামপুর গ্রামের ক্লোজার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- কবির হোসেন মনজু, আনোয়ার হোসেন গাজি, সাত্তার বেপারী ও পথচারী মো. নুরনবী।
গুলিবিদ্ধ কবির হোসেন মনজুর ভাই নাজিম উদ্দিন জানান, তার ভাই কবির ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ড মেম্বার প্রার্থী ছিলেন। ওই থেকে বিজয়ী হেলাল মেম্বারের সঙ্গে তাদের বিরোধ রয়েছে। এ ছাড়া জমি নিয়েও তাদের মধ্যে বিরোধ চলছিল। ওই থেকেই তাদের ওপর হামলা চালানো হচ্ছে। বুধবার সকালে হেলালের লোকজন তার দোকানে হামলা করে। এ সময় গুলিতে বেশ কয়েকজন আহত হোন।
তিনি বলেন, এক সপ্তাহ আগেও সন্ত্রাসীরা তার দোকান লুট করে। ওই ঘটনার বিচার না হওয়ায় ফের সন্ত্রাসীরা হামলা চালায়।
ইউপি মেম্বার হেলাল উদ্দিন জানান, তিনি ঘটনার সময় উপজেলা পরিষদে মিটিংয়ে ছিলেন। তবে তিনি পরে বিষয়টি জানতে পেরেছেন।
ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :