• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে গ্রেফতার দুই যুবক


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২, ০৪:৪৪ পিএম
বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে গ্রেফতার দুই যুবক
বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে গ্রেফতার দুই যুবক

একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
নোয়াখালীর সেনবাগে বুধবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটায় কাবিলপুর ইউনিয়নের ছমির মুন্সিরহাটের দিলদার মার্কেটগামী সড়কের ব্রিজ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হচ্ছেন- সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজিজপুর গ্রামের পাঁচ আনি বাড়ির মৃত আবদুর রহিমের ছেলে মো. মোশারফ হোসেন (২৮) ও একই গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে মো. ইয়াকুব আলী (২১)।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী জানান, অস্ত্র মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!