জব্বারের বলীতে আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও শতবর্ষী ক্রীড়া প্রতিযোগিতা জব্বারের বলী খেলায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। শুক্রবার (২৫ এপ্রিল) নগরীর ঐতিহাসিক লালদীঘির ময়দানে আয়োজিত ১১৬তম আসরের চূড়ান্ত পর্বে তিনি রাশেদ বলীকে পরাজিত করে এই কৃতিত্ব অর্জন করেন।